রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে ৮ জুয়াড়ি আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজারে ৮ জুয়াড়ি আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়ার আখড়া হিসেবে পরিচিত হাইজাদী ইউনিয়নের উদয়দী এলাকায় জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। 

সেই সঙ্গে অপর এক মামলায় আরো একজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহষ্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

 গ্রেপ্তার জুয়াড়িরা হলেন, আমির হোসেন, আফসার, হবি হোসেন, মনির হোসেন, শ্যামল, পনির, শামীম ও হানিফ। এলাকাবাসী জানান, এরা প্রতিদিন ওই এলাকায় লাখ লাখ টাকার জুয়ার আসর বসায়। কেউ বাধা দিলে তারা বাধাদানকারীদেরকে প্রাণনাশের হুমকী দেয়। 

এলাকার কতিপয় অর্থলোভী প্রভাবশালী লোকদেরকে মোটা অংকের টাকা দিয়ে তারা সারা বছর লাখ লাখ টাকার জুয়া খেলে থাকে। তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলে ওই সমস্ত অর্থলোভী বখড়া আদায়কারীরা তাদের ছাড়িয়ে নিতে তদবীর করে থাকে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লািহ জানান, যারা জুয়ার সঙ্গে জড়িত থাকে তাদের সঙ্গে এলাকার চোর ডাকাতদের সখ্যতা থাকতে পারে। তাই তাদরেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

টিএইচ