বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
The Daily Post

‘ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আমাদের আরও ত্যাগ-কুরবানি করতে হবে’

চট্টগ্রাম ব্যুরো

‘ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আমাদের আরও ত্যাগ-কুরবানি করতে হবে’

ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের আরও ত্যাগ-কুরবানি করতে হবে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, ইসলামী আন্দোলনের শপথের কর্মীরাই আল্লাহর পথে জান ও মালের কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।

দ্বীনের পরিপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিজের জীবন-মরণ এবং নামাজ ও সব কর্মকাণ্ড একমাত্র আল্লাহর জন্য হতে হবে। গত মঙ্গরবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের মিলনায়তনে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের সদ্যবিদায়ী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম প্রমুখ। 

সমাবেশে সদ্যবিদায়ী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আবরার হাসান রিয়াদ, জাহেদুল ইসলাম, আব্দুল কাইয়ুম, ইরফানুজ্জামান, হাফেজ জাহেদুল ইসলাম, মোহাম্মদ শাহরিয়ার, নুরুল আমিন, ইয়াসিন আরফাত ও মুহাম্মদ আইয়ুব।

টিএইচ