সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ইন্টার্নদের আন্দোলনের মুখে পদ ছাড়লেন শেবাচিমের পরিচালক

বরিশাল ব্যুরো  

ইন্টার্নদের আন্দোলনের মুখে পদ ছাড়লেন শেবাচিমের পরিচালক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে রোববার (২৯ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময়ে একটি পদত্যাগ পত্রেও স্বাক্ষর করতে দেখা গেছে তাকে। 

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কর্মকাণ্ড করে আসছিলেন। তিনি ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আ.লীগের পক্ষ নিয়ে শান্তি সমাবেশ করেছেন।

এছাড়াও হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করেননি। সর্বশেষ এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেন নি। আমরা মনে করি এই পক্ষপাতমূলক আচরণ নিয়ে তার এখানে দায়িত্ব পালন করার দরকার নেই। 

ডা. এইসএম সাইফুল ইসলাম জানান, বরিশালের সন্তান আমি। বরিশালের প্রতি এই প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ আছে, ভালোবাসা আছে। তবে এখন থেকে পরিচালকের পদে আমি আর থাকবো না।

এর আগে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভে সমর্থন জানিয়ে যুক্ত হন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। যদিও গত শনিবার দুপুর থেকে কর্মবিরতি পালন করে আসছিল ইন্টার্ন চিকিৎসকরা।

টিএইচ