রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামকরণ দাবিতে জনতার মতামত যাচাই-বাছাই

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামকরণ দাবিতে জনতার মতামত যাচাই-বাছাই

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাকে পুনরায় জিয়ানগর উপজেলা নামকরণ দাবিতে জনতার মতামত যাচাই বাছাই করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন ইন্দুরকানী উপজেলাকে জিয়ানগর নাম পুনরায় দাবিতে উপজেলা বিভিন্ন স্থানে চলছে মিছিল, পথসভা, সভা সমাবেশ ও গণস্বাক্ষর। 

সোমবার (৩রা ফেব্রুয়ারি) দিনব্যাপী পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার পিরোজপুর মো. আসাদুজ্জামান, ইন্দুরকানী ইউএনও হাসান-বিন-মোহাম্মদ আলী নেতৃত্বে উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, উপজেলা সভাকক্ষ, ইন্দুরকানী সদর বাজারের ভূমি অফিসের সামনেসহ বিভিন্ন স্থানে জনতার মতামত যাচাই বাছাই করে গণস্বাক্ষরে কার্যক্রম করেন। 

এতে এলাকার পাঁচটি ইউনিয়নের হাজার হাজার লোক উপস্থিত হয়ে জিয়ানগর নামকরণ দাবিতে গণস্বাক্ষর করেন। উল্লেখ্য, তাদের দাবি বিএনপি-জামায়াত ঐক্যজোট সরকারের আমলে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রচেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০০২ সনে ২১শে এপ্রিল তৎকালীন ইন্দুরকানী কলেজ মাঠে জনসভায় ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলা হিসেবে ঘোষণা করেন। 

দীর্ঘ পনেরো বছর পরে আ.লীগ জোট সরকারের আমলে ২০১৭ সালের ৯ জানুয়ারি প্রশাসনিক পুনর্বিন্যাস সক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে উপজেলার নাম জিয়ানগর পরিবর্তন করে ইন্দুরকানী নাম অনুমোদন করেন।  পরবর্তীতে তা একই বছরের ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখায় এর গেজেটভুক্ত হয়। 

বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পথসভা বক্তাব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার পিরোজপুর মো. আসাদুজ্জামান, ইন্দুরকানী ইউএনও হাসান-বিন-মোহাম্মদ আলী, বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব  আলমগীর কবির মান্নু, জামায়াতের সাবেক আমির মো. হাবিবুর রহমান প্রমুখ। 

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মাসুদ সাঈদী জানান, আমরা এই উপজেলাকে পুনরায় জিয়ানগর উপজেলা হিসেবেই চাই। স্বৈরাচার সরকার বিএনপি জামায়াতের নামে সব স্থাপনার নাম পরিবর্তন করে তাদের পরিবারের আত্মীয় স্বজনদের নামে নামকরণ করেছে। 

টিএইচ