পিরোজপুরের ইন্দুরকানীতে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আয়োজনে সরকারি ইন্দুরকানী কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।
উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ৭ জন সুপারভাইজার এবং ৩৭ জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন জোনাল অফিসার কাম উপজেলা শুমারি সমন্বয়কারী পলাশ কুমার রায়, আইটি সুপারভাইজার মো. সফিকুজ্জামান।
আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত মূল শুমারির কাজ চলবে।
টিএইচ