সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
৪ বছরেও শেষ হয়নি ভবনের কাজ

ইন্দুরকানীতে শ্রেণিকক্ষ সংকটে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে শ্রেণিকক্ষ সংকটে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান

পিরোজপুরের ইন্দুরকানীতে ৪ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবনের কাজ। যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান কার্যক্রম। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার পত্তাশী ইউনিয়নে রামচন্দ্রপুর পি.এস মাধ্যমিক বিদ্যালয় শ্রেণিকক্ষে এমন চিত্র। বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামে সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। 

বিদ্যালয়টি নতুন ভবন নির্মাণের জন্য বিভিন্ন মালামাল শ্রেণিকক্ষের ভিতরে দেখা যায়। প্রতিষ্ঠানের  শিক্ষকরা ও ছাত্র/ছাত্রীরা  অভিযোগ করে বলেন, ৪ বছর আগে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করলেও আজও ৫০% কাজও শেষ হয় নাই। ঠিকাদারকে বারবার তাগিদ দিলেও আমলে নিচ্ছে না। শ্রেণি সংকটের কারণে আমাদের পাঠদানে সমস্যা হচ্ছে। অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করলেও তা বৃষ্টিতে ভিজে পরিবেশ নষ্ট হয়ে যায়। এছাড়া  অস্থায়ী একটি ঘর তৈরি করে বিদ্যালয়ে পাঠদান চালাচ্ছে।

প্রধান শিক্ষক দেবাশিষ হালদার জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠানের নতুন ভবনটি কাজ উদ্বোধন করা হয়। ৪ বছর কাজ শেষ করতে পারে নাই। আমাদের বিদ্যালয় প্রায় ৩০০জন ছাত্র/ছাত্রী রয়েছে। এদের ক্লাসরুম না থাকায় আমরা নিয়মিত ক্লাস দিতে পারি না। বিদ্যালয়ের কাজের মান তেমন ভাল না সিডিউল অনুসারে বিদ্যালয়ের কাজ হয়না। 

পিরোজপুর শিক্ষা প্রকৌশলী নির্বাহী কর্মকর্তা জানান, কিছু দিন কাজ বন্ধ ছিল, পুনরায় কাজ চালু হয়েছে, আমরা চলতিবছরের মধ্যে ভবনের কাজ সম্পন্ন করবো। 

টিএইচ