বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত পরাতক আসামি গ্রেপ্তার

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত পরাতক আসামি গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৮ বছর পর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে খুলনা গোয়েন্দা পুলিশের সহায়তায় ও ইন্দুরকানী থানার এসআই আ. জলিল ও এএসআই মুনছুর আলমের নেতৃত্বে খুলনা লবণচোরা থানার জিন্নাপাড়া এলাকা থেকে উপজেলার লাহুরী গ্রামের মেসের আলী সরদারের ছেলে মো. হাসান আলী সরদারকে গ্রেপ্তার করেন। 

থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার দস্যুতা মামলা নং জিআর ৬/৮৫ সেশন ৯/৮৬ ধারা ৩৯৪ পেনাল কোডে ১৯৮৯ সালে জেলা ম্যাজিস্ট্রেট পিরোজপুর সাত বছরের সাজা প্রদান করেন। এরপর থেকে ৩৮ বছর পলাতক ছিলেন। 

ইন্দুরকানী থানা ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

টিএইচ