সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর ইন্দুরকানীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ইন্দুরকানী সদর বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ইন্দুরকানী সদর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আল আমীন বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

এতে তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় এবং ৭ কেজি পলিথিন জব্দ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ