বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীতে ৫ম কাব-ক্যাম্পুরীর উদ্বোধন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে ৫ম কাব-ক্যাম্পুরীর উদ্বোধন

ইন্দুরকানী উপজেলা ৫ম কাব-ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ স্কাউটস ইন্দুরকানী উপজেলা শাখার উদ্যোগে এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরী উপজেলা শিক্ষা অফিসার ও স্কাউটস্রে সহ-সভাপতি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ খান মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধন ঘোষণা করেন সভাপতি ইন্দুরকানী স্কাউটস, প্রশাসক ও  ইউএনও হাসান বিন মুহাম্মাদ আলী। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট্স ইন্দুরকানী শাখার সাধারণ সম্পাদক  এম আহসানুল ছগীর, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী, বাংলাদেশ স্কাউট্স ইন্দুরকানী শাখার কমিশনার এস এম লোকমান হোসেন, প্রোগ্রামার মো. সেকান্দার আলী খান, প্রেস ক্লাব সাধরণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কে এম শামীম রেজাসহ ৩৯টি স্কুলের স্কাউটস্রে শিক্ষক-শিক্ষিকারা । 

টিএইচ