বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

ইসলামপুরে আ.লীগ নেতাকে না ছাড়ায় ওসিকে যুবদল নেতার বদলির হুমকি!

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুরে আ.লীগ নেতাকে না ছাড়ায় ওসিকে যুবদল নেতার বদলির হুমকি!

জামালপুরের ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়ন আ.লীগের ওয়ার্ড কমিটির সদস্য আ. খালেককে ছাড়তে রাজি না হওয়ায় ওসি সাইফুল্লাহ সাইফকে বদলির হুমকি দিয়েছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।

ইসলামপুর থানা সূত্রে জানাযায়, গত ১১ তারিখে বেনুয়ার চর এলাকায় দু পক্ষের শত্রুতার জেরে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৬ মার্চ পুটিমারী উত্তর শাখার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমানকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন বেনুয়ারচর ব্যাপারীপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মিস্টার আলী।

ওই রাতেই পুলিশের একটি দল এজাহারভুক্ত ১১ নম্বর আসামি বেনুয়ারচর মধ্যপাড়া এলাকার মরহুম আবেদ আলীর পুত্র ওয়ার্ড আ.লীগের সদস্য আব্দুল খালেককে নিজ বাড়ি থেকে আটক করে।

এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন তাকে ছাড়াতে রাতভর বিভিন্নভাবে তদবির করে। আসামি ছাড়াতে ব্যর্থ হয়ে ওসিকে ২৪ ঘণ্টার মধ্য বদলির হুমকি দেয়।

ওসি সাইফুল্লাহ সাইফ জানান, আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে ছাড়াতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন রাতভর তদবির করেন। মামলা থাকায় আসামি ছাড়তে আমি রাজি না হওয়ায় আমাকে স্বরাষ্ট্রসচিব স্যারের ওখানে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার হুকমি দিয়েছেন।

এ বিষয়ে যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন জানান, আব্দুল খালেক কোনো রাজনীতি করে না। ওনি সাধারণ মানুষ। তার ছেলে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। মূলত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর অপপ্রচার করা হচ্ছে।

টিএইচ