সৈয়দপুরে রমজানের শুরু থেকেই প্রসাধনী ও গহনার বাজার জমে উঠেছে। কিন্তু এবারের বিশেষ নজর কেড়েছে দেশি ইমিটেশন জুয়েলারি, যা ভারতীয় পণ্যের বিপরীতে ক্রেতাদের মাঝে অন্যতম পছন্দনীয় হয়ে উঠেছে।
ঈদে নতুন পোশাকের সঙ্গে মানানসই গহনার চাহিদা সবসময় তুঙ্গে থাকে। তবে স্বর্ণ ও রূপার অলঙ্কারের পরিবর্তে, বর্তমানে অনেকেই আকর্ষণীয় ডিজাইনের দেশি ইমিটেশন গহনার দিকে হাঁটছেন। গলার হার, কানের দুল, চুড়ি এবং আংটির মতো অলঙ্কারগুলো দেশের কারিগরদের দক্ষতার পরিচায়ক হিসেবে গড়ে উঠেছে, যা বিশেষত তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
ভারতীয় পণ্য এতদিন এ বাজারে প্রভাব বিস্তার করলেও দেশি ইমিটেশন জুয়েলারির উন্নত মান, নকশার বৈচিত্র্য ও সাশ্রয়ী মূল্যের কারণে এবার বাজার দখল করে ফেলেছে।
ব্যবসায়ীরা বলছেন, দেশি পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ছে, যা ভবিষ্যতে এ খাতকে আরও শক্তিশালী করবে। প্রসাধনীর পাশাপাশি ঈদ বাজারে দেশি গহনার এই জয়জয়কার দেশি শিল্পের সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে।
টিএইচ