বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
The Daily Post

ঈদযাত্রায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৭ স্থানে যানজটের শঙ্কা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ঈদযাত্রায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৭ স্থানে যানজটের শঙ্কা

ঈদ সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্তত ১৭টি স্থানে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। স্থানীয়রা ও পরিবহন চালকরা জানান, মহাসড়কের দুই পাশ দখল করে অবৈধ দোকানপাট, কাঁচাবাজার, ইজিবাইক, গাড়ির পার্কিং এবং চুরখাই এলাকায় বালুবাহী ট্রাকের অবস্থানের কারণে সারাবছরই যানজট লেগে থাকে, যা ঈদে আরও তীব্র হবে।  

ত্রিশাল, ভালুকা, মাস্টারবাড়ি,  চুরখাই, শিকারীকান্দা, ঢাকা বাইপাস মোড়, পাটগুদাম ব্রিজমোড়সহ বেশ কয়েকটি স্থানে রাস্তার পাশে অবৈধ স্থাপনা এবং পার্কিং যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। চালকরা জানান, ঈদের আগে এসব সমস্যা সমাধান না হলে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকবে ঘরমুখো মানুষ।  

বালুবাহী ট্রাক চালকরা জানান, উপযুক্ত পার্কিং ব্যবস্থা না থাকায় তারা মহাসড়কে ট্রাক রাখতে বাধ্য হচ্ছেন। তবে প্রশাসন উদ্যোগ নিলে সমস্যার সমাধান সম্ভব।  

এদিকে, পুলিশ সুপার কাজী আখতার উল আলম  জানান   ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তবে স্থানীয়রা ও চালকরা দ্রুত অবৈধ পার্কিং ও স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন, যাতে ঈদের যাত্রা স্বস্তিদায়ক হয়।

টিএইচ