বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঈদযাত্রায় মহাসড়কে কঠোর নিরাপত্তায় হাইওয়ে পুলিশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঈদযাত্রায় মহাসড়কে কঠোর নিরাপত্তায় হাইওয়ে পুলিশ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের কঠোর নিরাপত্তা নিশ্চিত করণে কয়েকটি টিম মহাসড়কে টহল জোরদার করা হবে। ঈদ যাত্রাকে সামনে রেখে মানুষ ও পরিবহন মধ্যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সজাগ ও তৎপর থাকবে হাইওয়ে পুলিশ। 

ঈদের সময় ও মানুষ যানবাহনে চাপ বেড়ে যাওয়ার সম্ভবনা বেশি থাকতে পারে, এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। সে লক্ষ্যে হাইওয়ে পুলিশের কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। কয়েকটি টিম কাজ করবে বলেও জানান, শিমরাইল হাইওয়ে পুলিশের টিআই শরফুদ্দিন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল করিম। 

সরেজমিন দেখা যায়, কয়েকটি পয়েন্টে যানজটের শঙ্কা থাকতে পারে সাইনবোর্ড লোকাল লেন, মৌচাক বাসস্ট্যান্ড, শিমরাইল লোকাল লেন, কাঁচপুর ব্রিজ নিচের লোকাল লেন, মদনপুর বাসস্ট্যান্ড, মোগরাপাড়া বাসস্ট্যান্ড লোকাল লেন যানযটের শঙ্কা থাকতে পারে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, ঈদযাত্রায় যাত্রীদের যাত্রা আনন্দময় করতে মহাসড়কে দায়িত্ব পালনে কঠোর নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। কোনো পরিবহনকে যানজট সৃষ্টি করতে দেয়া হবে না। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, মহাসড়কে পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম, হোন্ডা টিম, অ্যাম্বুলেন্স টিম, টহল পার্টি সার্বক্ষণিক তৎপর থাকবে। মহাসড়কে শিমরাইল ও মদনপুর দুটি রেকার ব্যবস্থা রয়েছে, সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত সরানো যায়। মলম পার্টি, অজ্ঞান পার্টি, চুরি, ছিনতাই, ঘটতে দেয়া হবে না।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ঈদযাত্রায় যাত্রীদের সেবা দিতে আমাদের থানার স্পেশাল টিম, কিলো টিম মনিটরিং করবে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখবে।

টিএইচ