ঈদে সরকার নির্ধারিত ভাড়ায় শেরপুর থেকে ঢাকাগামী বাস চলবে, কেউ ভাড়া বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে সংবাদ সম্মেলনে শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু এসব কথা জানান। গত মঙ্গলবার শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ছানুয়ার হোসেন ছানু জানান, প্রতি উৎসবে বাস ভাড়া নিয়ে প্রশাসন, মালিক ও শ্রমিক সমিতির এবং গণমাধ্যম কর্মীদের একটি ভুল বোঝা-বুঝির অবকাশ থাকে।
এবার ঈদে বাস ভাড়া সরকারি নির্দেশনার বাইরে নেয়া যাবে না। যদি কেউ অন্যায়ভাবে বাড়তি ভাড়া নেয়ার ফন্দি আটে সাথে সাথেই মালিক সমিতি ব্যবস্থা নিবে। আর কোন যাত্রী যদি বাসচালক বা হেলপারকে খুশি হয়ে টিপস দেয় সেটা তাদের ব্যাপার।
তিনি আরো বলেন, যদি বাসের ভাড়া বাড়ানো হয়, তা হবে জৎসামান্য। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সমপাদক সুজিত ঘোষ, সমিতির নেতাকর্মীসহ বাস মালিকরা উপস্থিত ছিলেন।
টিএইচ