বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাটহাজারীতে জশনে জুলুস

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাটহাজারীতে জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ১১টার দিকে আল্লামা গাজী শাহ সৈয়দ মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরী ইমাম শেরে বাংলা (রহ.) এর মাজার শরীফ থেকে জশনে জুলুস বের হয়। জুলুসটি বাসস্ট্যান্ড মোড়, ত্রিবেণী মোড়, জাগৃতির মোড় হয়ে বাসস্ট্যান্ড এসে ফের মেখল রোড় দিয়ে ফকিরহাট, মিঠাছড়া, এগার মাইল গিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে মাজার প্রাঙ্গণে এসে শেষ হয়। 

জুলুসে অংশ নিতে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সুন্নি মতাদর্শভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতারা এবং হাজার হাজার সুন্নি জনতা এসে মাজার প্রাঙ্গণে জড়ো হয়। জশনে জুলুস শুরু হলে সড়কের দুই পাশে দাঁড়ানো শত শত মানুষ তাদের স্বাগত জানায়। 

জশনে জুলুসে অংশ নেয়া বেশিরভাগ মানুষের মুখে উচ্চারিত হচ্ছিল নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ। একই সাথে হামদ, নাত ও দরুদ শরিফ পাঠ করছিল তারা। শেরে বাংলা দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আল-কাদেরী এই জশনে জুলুসে নেতৃত্ব দেন। 

টিএইচ