বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঈদেও পর্যটকশূন্য নিকলীর হাওর

কিশোরগঞ্জ প্রতিনিধি

ঈদেও পর্যটকশূন্য নিকলীর হাওর

কিশোরগঞ্জের হাওরের প্রবেশপথ বলা হয় নিকলী উপজেলাকে। হাওর অধ্যুষিত নিকলী উপজেলায় সারাবছরই পর্যটকদের আনাগোনা থাকে। তবে এবার পবিত্র ঈদুল ফিতরের দিন বা এর পরে পর্যটকদের আনাগোনা দেখা যায়নি তেমন। গত সোমবার সরেজমিনে নিকলী হাওর এলাকায় গিয়ে দেখা যায় এখন শুষ্ক মৌসম তাই হাওরে পানি নেই বললেই চলে। 

অন্যদিনে বৈশাখ মাস শুরু হওয়ায় সবাই ঘরে বরো ফসল তোলা নিয়ে ব্যাস্ত সময় পার করছে। এরকম কয়েকটি কারণে হাওরে পর্যটকশূন্য বলে মনে করছে স্থানীয়রা। নিকলী বেড়িবাঁধ এলাকায় সারাবছরই শহর বন্দর গ্রাম থেকে পর্যটকরা এসে ঘুরেফিরে আড্ডা দিতো। যার ফলে বেড়িবাঁধ এলাকায়, ফাস্টফুড, হোটেল, রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে।

কিন্তু এবার ঈদুল ফিতরের দিন বা ঈদের ৫ দিন পেরিয়ে গেলেও তেমন একটা পর্যটক চোখে পড়েনি। যার ফলে অনেকটা অলস সময় কাটাচ্ছে ফাস্টফুড, রেস্টুরেন্ট ও হোটেল মালিকরা। তাছাড়া বেড়িবাঁধ এলাকায় গড়ে উঠা স্থানীয় দোকানিরাও বসে দিন পাড় করছেন। কেউবা কৃষি কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।

স্থানীয় সালমান মুক্তাদির বলেন, সারাবছরই নিকলী হাওরে বিশেষ করে বেড়িবাঁধ এলাকায় পর্যটকদের বিশেষ আনাগোনা থাকে। কিন্তু এবার চিত্র ভিন্ন। ঈদ গেলেও পর্যটকদের দেখা মিলছে না।

অপর এক স্থানীয় মোবারক বলেন, আমাদের নিকলীতে বর্ষায় তথা পানির সময় প্রচুর পর্যটক আসে। নৌকা দিয়ে ঘুরে ও বেড়িবাঁধ এলাকায় বসে আড্ডা দেয়। এখন পানি নেই তাই হয়তো পর্যটকশূন্য।

বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসা আরমান বলেন, এখন শুষ্ক মৌসুম হওয়ায় ও রোদ্রের তাপ বেশি থাকায় এখানে এসে তেমন ভাল লাগছে না। বর্ষায় নতুন পানির আগমণ হলে বেড়িবাঁধ এলাকায় আবার ঘুরতে আসবো পরিবার পরিজন নিয়ে তখন ভাল লাগবে।

এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, নিকলীর হাওরে সাধারণত বর্ষায় পানির মৌসুমে পর্যটকরা ঘুরতে আসে। আমরা আশা করছি সামনে নতুন পানির আগমনের সাথে সাথে পর্যটকদের আনাগোনা বাড়বে। আমরা এখানে আগত পর্যটকদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তার ব্যাবস্থা করবো সারাবছরের ন্যায়।

টিএইচ