সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঈশ্বরদীতে কিশোর-কিশোরীর আত্মহত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে কিশোর-কিশোরীর আত্মহত্যা

পাবনার ঈশ্বরদীতে পৃথক দুইটি ঘটনায় গলায় ফাঁস দিয়ে শাহিদ হোসেন (১৫) ও সুমনা খাতুন (১৬) নামে কিশোর-কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত রোববার দিনগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে ও পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিদ দাশুড়িয়া সুলতানপুর গ্রামের আমিরুলের ছেলে ও দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র এবং সুমনা খাতুন দিয়ার বাঘইল স্কুলপাড়া গ্রামের ইয়াসিন আলীর মেয়ে ও ঈশ্বরদী মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহিদ পড়াশোনার পাশাপাশি মোটরসাইকেল মেরামতের কাজ করতো। প্রতিদিনের মত কাজ শেষে বাড়িতে এসে সে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে তার সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে শয়নকক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় অপরদিকে স্মার্টফোন কিনে না দেয়ায় পরিবারের সদস্যদের উপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমনা খাতুন।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, মৃতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টিএইচ