বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post
ট্রাফিক পুলিশের ওপর হামলা

ঈশ্বরদীতে যুবদলনেতাসহ গ্রেপ্তার ৬

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে যুবদলনেতাসহ গ্রেপ্তার ৬

পাবনার ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগে যুবদলের নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে শহরের রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। রোববার (২৮ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শহরের পশ্চিম টেংরী কাচারিপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে জাকির হোসেন জুয়েল (৪৪), তার ছোট ভাই মাহমুদ হাসান সোনামনী (৩৮), উপজেলার মধ্য অরণকোলার মহল্লার মো. বাবুর ছেলে তরিকুল ইসলাম তারেক (৩২), একই এলাকার মজিবর রহমানের ছেলে হাবিবুর রহমান হাবিব (২৮), অরণকোলা পূর্বপাড়া এলাকার হাচেন মোল্লার ছেলে মামুন হোসেন (৩৫) ও  পূর্ব টেংরি গোরস্থান পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে চয়ন হোসেন সরদার (৪৫)। তাদের মধ্যে জাকির হোসেন পৌর যুবদলের আহ্বায়ক ও মাহমুদ হাসান উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

ঈশ্বরদী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সাড়ে ৮টার দিকে শহরে রেলগেট বন্ধ থাকায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় সড়কের পশ্চিম পাশে বিমানবন্দর থেকে আসা একটি হায়েস গাড়ি আড়াআড়িভাবে দাঁড় করালে সড়কে তীব্র যানজট দেখা দেয়। তখন ট্রাফিক পুলিশ সদস্য জাহিদ গাড়িটিকে সোজা করে রাখার জন্য অনুরোধ করেন। 

এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা লোকজন দুই পুলিশ সদস্যকে মারধর করে।  এতে ওই পুলিশ সদস্যরা আহত হয়েছেন। তবে এ ঘটনা মধ্যেই কনেস্টবল জাহিদ সোনামনিকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে আসে। পরে চেকপোস্টে থাকা অন্য সদস্য ও ঈশ্বরদী থানা পুলিশ খবর পেয়ে এসে দুজন পুলিশকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সঙ্গে রেলগেট এলাকার মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজ অফিসে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

ঈশ্বরদী ট্রাফিক ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এক টাউন উপপরিদর্শক (টিএসআই) বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার (২৮ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টিএইচ