বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী খুন হয়েছে। রোববার (২ জুন) ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত স্ত্রী ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁ বারিন্দ লিমিটেড নামক কোম্পানিতে চাকরিতে ছিলেন। সকালে চাকরিতে আসার সময় দীর্ঘদিন ধরে পৃথক থাকা স্বামী তাকে ছুরিকাঘাত করলে সে মারা যায়। নিহত গার্মেন্টসকর্মীর নাম রিনা খাতুন (২৮)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার চক সিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে। 

রিনা খাতুনের স্বামী মিলন হোসেন (৩৮) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঈশ্বরদী থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। নিহতের স্বামী মিলন হোসেনকে আটক করা হয়েছে।

টিএইচ