শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

উখিয়ার রোহিঙ্গা শিবিরে আরেক মাঝি খুন

নিজস্ব প্রতিবেদক

উখিয়ার রোহিঙ্গা শিবিরে আরেক মাঝি খুন

কক্সবাজারের উখিয়ার জামতলি শিবিরে আরেক রোহিঙ্গা মাঝি খুন হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রোহিঙ্গা সন্ত্রাসীগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সাধারণ রোহিঙ্গাদের অভিযোগ।

নিহত রোহিঙ্গার নাম আবদুর রশীদ (৩৫) বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

শিবিরের রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি আরো জানান, হত্যাকারীরা রশীদকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে কুতুপালং শিবিরের এমএসএফ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে বলে ওসি জানান।

টিএইচ