বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

উখিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

দোকান থেকে বাড়ি যাওয়ার পথে আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছে ছৈয়দ করিম নামে এক ব্যবসায়ী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ার তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিনা কারণে দোকান থেকে বাসায় যাওয়ার পথে ছুরি মেরে ছৈয়দ করিমকে হত্যা করা হয়। তবে বছর দুয়েক আগে কিছুটা পারিবারিক দ্বন্দ্ব ছিলো চাচাতো ভাই ছালামত উল্ল্যাহর সঙ্গে। 

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

টিএইচ