কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবির (ক্যাম্প-১৯) সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপের আঘাতে এক রোহিঙ্গা মাঝি (নেতা) নিহত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে আশ্রয়শিবিরের এ-৮ ব্লকের একটি দোকানের পাশে এ ঘটনা ঘটে।নিহত রোহিঙ্গা মৃত জালাল আহমেদ`র পুত্র আতাউল্লাহ তিনি ঐ ক্যাম্পের সাবেক হেড মাঝি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে আরসা সন্ত্রাসীর একটি দল ক্যাম্প-১৯ এর আলি জোহারের দোকানের পাশে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় রেখে পালিয়ে যায়, আতাউল্লাহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামিম হোসাইন বলেন, সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীরা কুপিয়ে সাবেক হেড মাঝি রোহিঙ্গা আতাউল্লাহকে হত্যা করেছে। সন্ত্রাসীদের ধরতে আশ্রয়শিবিরে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিএইচ