শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

উখিয়ায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু

কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু

কক্সবাজারের উখিয়ায় নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) উখিয়া উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, এই স্মার্ট কার্ডের মাধ্যমে নাগরিকরা নানান ধরনের আধুনিক মানের সেবা পাবেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা আ.লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

উপজেলার ৫ টি ইউনিয়নে ১ লাখ ২২ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র ধাপে ধাপে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন ও অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা বেদারুল আলম।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ