শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

‘উন্নয়নকে যারা অগ্নিসন্ত্রাস করে ধ্বংস করেছে সেই বিএনপি-জামায়াতের বিচার করা হবে’

দিনাজপুর প্রতিনিধি

‘উন্নয়নকে যারা অগ্নিসন্ত্রাস করে ধ্বংস করেছে সেই বিএনপি-জামায়াতের বিচার করা হবে’

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শেখ হাসিনার উন্নয়নকে অগ্নিসন্ত্রাস করে যারা ধ্বংস করেছে সেই বিএনপি-জামায়াতের বিচার করা হবে। 

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশের সব সুযোগ-সুবিধা দেশের মানুষই পাবে। আর বিএনপি-জামায়াত তাদের আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনকে পুঁজি করে দেশের উন্নয়নকে ধ্বংস করার চেষ্টা করছে। মেট্রোরেল স্টেশন, পদ্মাসেতু ভবন, বিটিভি ভবন, সাবমেরিন ক্যাবলসহ রাষ্ট্রের গুরুত্বপুর্ণ স্থানে গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সেই অগ্নিসন্ত্রাস ও নাশকতাকারীদের বিচার করা হবে। 

সোমবার (২৯ জুলাই) প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পৌর শহরের পুরাতন বাহাদুর বাজারের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ ও প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ঘাসিপাড়া বটতলা হতে পোলস্টার ক্লাব ভায়া পাগলার মোড় পর্যন্ত পুনর্নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর পৌর মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর সদর ইউএনও ফয়সাল রায়হান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান,  দিনাজপুর সদর উপজলা ভাইস চেয়ারম্যান রিনা কুমারী রায় পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম বানু, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।

টিএইচ