রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

উপকূল দিবসের দাবিতে বরগুনায় মোমবাতি প্রজ্জ্বলন

বরগুনা প্রতিনিধি

উপকূল দিবসের দাবিতে বরগুনায় মোমবাতি প্রজ্জ্বলন

১৯৭০ সালের ১২ নভেম্বর দেশের দক্ষিণাঞ্চল লণ্ডভণ্ড করে দেয়া  সুপার সাইক্লোনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। গত রোববার রাতে উপকূলীয় জেলা বরগুনার পৌর নাথপট্টি লেকে মোমবাতি প্রজ্জ্বলন করাসহ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

মুক্তিযোদ্ধা গাজী আ. মোতালেবের সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্ত রঞ্জন শীল, বরগুনা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি প্রমুখ। 

একই দাবিতে বরগুনার বেতাগী ও পাথরঘাটা উপজেলাতে শোক র্যালি, নীরবতা পালন, আলোচনা সভাসহ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৯৭০ সালে ১২ নভেম্বর দক্ষিণাঞ্চলে আঘাত হানা সুপার সাইক্লোনটিকে সর্বকালের সবচেয়ে ভঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরা হয়। এ ঝড়ে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারায়। এটি ১৯৭০ এর উত্তর ভারতীয় ঘূর্ণিঝড় মৌসুমরে ষষ্ঠ ঘূর্ণিঝড় এবং মৌসুমরে সবচেয়ে শক্তশািলী ঘূর্ণিঝড় ছিল। যা সিম্পসন স্কেলে ‘ক্যাটাগরি ৩’ মাত্রার ঘূর্ণিঝড় ছিল।

টিএইচ