বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে সমাবেশ

বরিশাল ব্যুরো

উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে সমাবেশ

উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে বরিশালে  সমাবেশ করেছে প্রান্তজন নামে একটি সামাজিক সংগঠন। গত সোমবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কনজুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) সাধারণ সম্পাদক রনজিৎ দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, সামাজিক সংগঠন আরোহীর নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, এনডিএসের নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, সিডিপির সমন্বয়কারী রাশেদ, প্রান্তজনের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম শাহাজাদা।

সমাবেশে বক্তারা উপকূলের প্রতিটি মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। 

টিএইচ