সাঘাটা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. ইসাহাক আলী। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সুধীজন।
সভায় উপজেলার সামপ্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।
পুলিশ প্রশাসনের প্রতিনিধি সভায় আশ্বস্ত করেন যে, অপরাধ দমনে নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হবে। সভায় সামনের দিনে উপজেলার আইনশৃঙ্খলা আরও সুসংহত করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
টিএইচ