সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে প্রার্থীদের মধ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৮মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদের পাঠানো কবর—

বরিশাল ব্যুরো : প্রথম ধাপে জেলার দুটি উপজেলা পরিষদ নির্বাচনের দুজন চেয়ারম্যান পদের প্রার্থীসহ চারজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বরিশাল সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং বাকেরগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন। প্রার্থীরা প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন। রিটার্নিং অফিসার ও জেলার সিনিয়র নির্বাচন অফিসার ওয়াহিদুল ইসলাম মুন্সি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২২ এপ্রিল শেষ কার্যদিবসে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে বাকেরগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ও নেওয়ামত আবদুল্লাহ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে একই উপজেলার কামরুল ইসলাম এবং বরিশাল সদর উপজেলা থেকে মোহম্মদ ফাইজুল হক সজীব তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

কুষ্টিয়া : জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২৩ প্রার্থীর মধ্যে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনছার উপস্থিত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এরমধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। পাকুন্দিয়া  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এমদাদুল হক জুটুন আনারস, একে এম দিদারুল হক দোয়াত-কলম, রফিকুল ইসলাম রেনু মোটরসাইকেল একে এম হাবিবুর রহমান চন্নু হেলিকপ্টার, হাজী মকবুল কৈ মাছ পেয়েছেন। উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে আতাউর রহমান উড়োজাহাজ, ফজলুর হক তালা, হারুন রশীদ মাইক এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুনাহার আপেল, ললিতা আক্তার ফুটবল  প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বেলকুচি (সিরাজগঞ্জ) : বেলকুচি উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম। বেলকুচি উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুদ্বীপ কুমার রায়  জানান, উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বরাদ্দকৃত প্রতীকের মধ্যে রয়েছে, উপজেলা চেয়ারম্যান পদে ইঞ্জি. আমিনুল ইসলাম (দোয়াত-কলম), বদিউজ্জামান ফকির (মোটরসাইকেল), মীর সেরাজুল (আনারস)। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, ইউসুফ আলী শেখ (উড়োজাহাজ), এস এম ফারুক সরকার (টিয়া পাখি), আব্দুল আলীম (মাইক) এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, রত্না বেগম (ফুটবল), রাজিয়া সুলতানা মিলন (প্রজাপতি)।

বাকেরগঞ্জ (বরিশাল) : উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশ্বাস মুতিউর রহমান বাদশা (আনারস), রাজিব আহম্মদ তালুকদার (কাপ-পিরিচ), ক্যাপ্টেন (অব.) মো. কামরুল ইসলাম খান (মোটরসাইকেল) ও ফিরোজ আলম খান (দোয়াত-কলম) প্রতীক পেয়েছেন।  উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে ড. আবদুস সালাম মল্লিক (উড়োজাহাজ), সাইফুল ইসলাম ডাকুয়া (তালা), মো. শাহবাজ মিঞা শোভন (বই) এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা মাহবুব (কলস), তাহমিনা বেগম মিনু (হাঁস) প্রতিক বরাদ্দ পেয়েছেন। রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সীর সভাপতিত্বে সভায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন।

মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এমপি শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান পেয়েছেন আনারস ও তার চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে এইচ.এম মনিরুজ্জামান আক্তার পেয়েছেন উড়োজাহাজ, মনিরুল ইসলাম তুষার ভূইয়া পেয়েছেন তালা এবং বোরহান উদ্দিন বিতান পেয়েছেন চশমা প্রতীক। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা নাজনীন পেয়েছেন ফুটবল, ডেইজি আফরোজ পেয়েছেন সেলাই মেশিন এবং ফারহানা হাসান রাখি পেয়েছেন হাঁস প্রতীক।

দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দের পর পরই জমে ওঠেছে এ নির্বাচনি মাঠ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পারভীন আক্তার (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান (আনারস), সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য কামাল পাশা (কাপপিরিচ), উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জি (মোটর সাইকেল), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান (কই মাছ), কুল্লাগড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল হুদা উজ্জল (দোয়াত কলম), যুবলীগ নেতা ফারুক আহমেদ (হেলিকপ্টার)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গোলাম ফাহমী ভূঞাঁ শিপার (তালা), মো. ছায়েদুর রহমান (টিউবওয়েল) এবং আব্দুল কাঈয়ুম খান (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জাকিয়া সুলতানা জবা (ফুটবল), শারমিন আক্তার কাকলী (হাঁস) এবং তহুরা বেগম (কলস) মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বীতা করচ্ছেন। 

মাগুরা : মাগুরা সদর এবং শ্রীপুর উপজেলা পরিষদের প্রার্থীদের মধ্যে যাচাই বাছাই শেষে প্রতিক  বরাদ্দ দেয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন। মাগুরা সদরে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর যাচাই বাছাই শেষে প্রতিক দেয়া হয়েছে। তারা হলেন, রানা আমির উসমান (মোটরসাইকেল), মো. জাহাঙ্গির হোসেন (আনারস), রেজাউল ইসলাম (হেলিকাপ্টার), আব্দুল কুদ্দস (ঘোড়া) এবং উত্তম কুমার বিশ্বাস (দোয়াত কলম) প্রতিক পেয়েছে। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন হলেন, আপেল মাহমুদ, বাহারুল ইসলাম, সুমন কুমার ঘোষ। ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ প্রার্থী হলেন, মিনতী রানী দত্ত, সোনিয়া সুলতানা, রুখসানা ইয়াসমিন নাজু, শারমিন আক্তার রোজি। এবং শ্রীপুরে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন, এম এম মুতাসিম বিল্লাহ সংগ্রাম (ঘোড়া), খোন্দকার আসরার এলাহী (আনারস), মিয়া মাহমুদুল গনি (দোয়াত-কলম), শরিয়াতউল্লাহ হোসেন মিয়া (মোটরসাইকেল)।  এ ছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান ৫ জন হলেন, কাজী জালাল উদ্দীন (তালা), প্রান্ত কুমার চাকী (উড়োজাহাজ), মো. আলিনুর রহমান (টিয়া পাখি), খায়রুল আলম (চশমা), বাবুল রেজা (টিউবওয়েল)। এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন হলেন, কৃষ্ণা রানী দাস, জোয়ার্দার স্বনার্লী, নারগিস সুলতানা।

গোদাগাড়ী (রাজশাহী) : গোদগাড়ী উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক প্রতীক বরাদ্দ করেন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। গোদাগাড়ী উপজেলায় থেকে ৫ প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (কাপ-পিরিচ), গোদাগাড়ী পৌর আ. লীগের সভাপতি রবিউল আলম (আনারস), উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেল (দোয়াত কলম), উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক সুনন্দন দাস (মোটরসাইকেল), রাজশাহী জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনি (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন। গোদাগাড়ী পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের (চশমা), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সরকার (তালা), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালমান ফিরোজ ফয়সাল (টিয়া পাখি), আদিবাসী নেতা হুরেন মুর্মু (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২ জন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি (প্রজাপতি) ও মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষ্ণা দেবী (ফুটবল)। 

টিএইচ