মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

উলিপুরে নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে অভিভাবক সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি  

উলিপুরে নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামের উলিপুরে থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের লক্ষে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে মাধ্যমিক শিক্ষা সমাপনী ও নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারী সুরাইয়া আক্তারের সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের এসএমসি সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক প্রমুখ। 

 অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা নুরুল আমিন ভরসা, সহকারী শিক্ষক মাও. মহিউদ্দিন, সফিকুল ইসলাম, উত্তর দড়িকিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুন্নবী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, ৯ম শ্রেণির শিক্ষার্থী আরাদ্ধ আরা অম্লান প্রমুখ।

টিএইচ