বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার পৌরসভার নিজাই খামার এলাকায়। মৃত যুবক পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা আউদিয়ার পাড় এলাকার আজিমুদ্দির ছেলে।

আতিকুর রহমান উলিপুর পৌরসভার নিজাই খামার গ্রামে নানা হাবিবুর রহমানের বাড়িতে সুপারি পারার জন্য আমের গাছে ওঠে। সুপারি পাড়া শেষে কাচা বাঁশের কোটা দিয়ে আম পাড়ছিল। এক পর্যায়ে ওই কোটা বিদ্যুতের তারে লাগলে সে বিদ্যুতায়িত হয়ে মারা গিয়ে গাছের ডালে আটকে থাকে। 

এ সময় নানা হাবিবুর রহমান সুপারি, আম কুড়াচ্ছিল। নাতির কোন সারা শব্দ না পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় সে বিদ্যুতায়িত হয়েছে। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সঞ্চালন লাইন বন্ধ করে। এরপর তাকে গাছ থেকে নামিয়ে দেখতে পায় সে মারা গেছে। 

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

টিএইচ