শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) ঈশ্বরদী-ঢাকা রেল পথে  উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামের পাশে রিতু খাতুন নামের কলেজ ছাত্রী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।

তিনি উল্লাপাড়া মার্চেন্ট সরকারি স্কুল ও কারিগরি কলেজের কারিগরি শাখার ছাত্রী। মেয়েটির বাবা-মা বেচে নেই। ফুপুর সংসারে থাকতেন তার পিতার বাড়ি উপজেলার কালীগঞ্জ গ্রামে।

প্রত্যক্ষদর্শী রেল মেরামত দলের প্রধান আব্দুস সামাদ জানান, ঘটনার সময় ঢাকা থেকে ঈশ্বরদী অভিমুখে একটি মাল ট্রেন যাচ্ছিল। চর ঘাটিনা রেল গেটের পাশের সড়ক পার হওয়ার সময় রিতু ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে তার বাড়ির লোকজন রেল পথ থেকে মরদেহ নিয়ে যায়।

পরে রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিরাজগঞ্জ রেল পুলিশের পরিদর্শক মো. দুলাল উদ্দিন বলেন, পরিবারের অনুরোধে রিতু খাতুনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

টিএইচ