উল্লাপাড়ায় মালামালসহ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের মো. চাঁদ আলীর ছেলে মো. নুরুল ইসলাম, রামকান্তপুর গ্রামের মৃত জিল্লুর মণ্ডলের ছেলে মো. আসাদুজ্জামান আসাদ, ঘোষগাতি গ্রামের মৃত মনোরঞ্জন দত্তের ছেলে শ্রী উজ্জল দত্ত, নয়নগাতী গ্রামের মৃত রাজ আলীর ছেলে মো. রাজিব হোসেন ও মৃত হামিদ জোয়াদ্দারের ছেলে মো. ইউনুছ আলী। এদের মধ্যে রাজিব হোসেন ও ইউনুস আলীর বিরুদ্ধে একই অভিযোগে পূর্বের একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, উল্লাপাড়া থানার পঞ্চোক্রশি ইউনিয়নের বেতকান্দি, বন্যাকান্দিসহ বিভিন্ন মাঠ থেকে চোরচক্ররা কৃষকের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে আসছিল যার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছিল।
কৃষকদের মামলার ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের নির্দেশে আমার নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রান্সফরমার চুরির সঙ্গে জরিত ৫ সদস্যকে গ্রেপ্তার করে।
এ সময় মামলায় আসামিদের নিকট থেকে চোরাইকৃত ২টি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভিতরের মূল্যবান তামা উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। শিগগিরই চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তার করা হবে।
টিএইচ