বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘এই সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন’

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

‘এই সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন’

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন-অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টার কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা খুব শিগগিরই দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করে নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। 

দেশের জনগণ যেই মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিল সেই ভোটের অধিকার ফিরে পাবে নির্বাচনের মাধ্যমে। যেই গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছিল সেই গণতন্ত্র ফিরে পাবে। শুক্রবার (২০ ডিসেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের অধ্যক্ষ সেলিম ভূইয়া। উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাস সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। 

বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. জসিম উদ্দিন জসিম প্রমুখ। 

এছাড়া জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

টিএইচ