বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক দিনের ব্যবধানে পেঁয়াজের বাজার আকাশ ছোঁয়া। গত শুক্রবার ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধের ঘোষণা করলে বাংলা হিলি হাকিমপুর স্থলবন্দরের আমদানিকারকরা পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ সরবরাহ বন্ধ করলে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যায় বলে অভিযোগ করছেন ব্যসায়ীরা। 

ফুলবাড়ী পৌরসভার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মিনু, মেহের, আব্দুল জলিলসহ একাধিক পেঁয়াজ ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, গত শুক্রবার ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধের ঘোষণা করলে আমরা আমদানিকারদের কাছে থেকে স্বল্প পরিমাণ পেঁয়াজ আনতে পেরেছি এবং গত শুক্রবারের তুলনায় দাম দ্বিগুণ। 

বর্তমান ৯০-১০০ টাকার পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১৫০-২০০ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা প্রতি কেজি। হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। 

এদিকে আলুর দাম ৩৬ টাকা প্রতি কেজি বেঁধে দিলেও বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা, সরকারি নির্দেশ মানছেনা পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। নতুন আলু বাজারে এলেও কমছেনা আলুর দাম। নিম্নআয়ের মানুষরা দিশাহারা হয়ে পড়েছে। সেই সাথে আবারো বাড়ছে চালের দাম। কিভাবে চলবে সাধাণ মানুষ। 

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ্ তমাল জানান, পেঁয়াজের দাম বৃদ্ধি খবর পেয়ে বাজার মনিটরিং করার জন্য উপজেলা প্রশাসন বর্তমান বাজারে অবস্থান করছে। হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। আশা করি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হবে। 

টিএইচ