শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

এক বছর পর সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সফল সিজার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

এক বছর পর সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সফল সিজার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বছর পেরিয়ে প্রসূতি মায়ের সিজারে নবজাতকের জন্ম হয়েছে। গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে (ওটি) সিজারে নবজাতকের জন্ম হয়। প্রসূতি মা-ছেলে উভয়ই সুস্থ রয়েছেন। 

এর আগে গত বছরের ১৯ মার্চ প্রথমবারের মত সিজারে সন্তান প্রসব হয়েছিল। এর বছর পেরিয়ে দ্বিতীয় সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হলো উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী লাকি বেগমের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮২ সালে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা হয়। এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০১১ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলে সেবার মান বাড়াতে ওটি চালু করা হয়। ১ম সিজারের পর বিভিন্ন জটিলতায় এতদিনে সম্পূর্ণরূপে ওটি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। অবশেষে এ জটিলতার অবসান ঘটিয়ে সফলভাবে চালানো হয় এ সিজার কার্যক্রম।

এ কার্যক্রমে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ্, কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডাক্তার সুরভি সুলতানা, এ্যানেসথিয়া ডাক্তার জীবন কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মো. রেজওয়ান আহমেদ, মেডিকেল অফিসার ডাক্তার মো. তারিকুল ইসলাম তারেক, ডাক্তার রাকিবুর ইসলাম। এতে সহযোগিতা করেন নার্সিং সুপারভাইজার জুলেখা বেগম, ওটি ইনচার্জ (মিডওয়াইফ) সাজিনা খাতুন, মিডওয়াইফ নাজনিন প্রমুখ।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্যায়িদ মুহাম্মদ আমরুল্লাহ বলেন, হাসপাতাল প্রতিষ্ঠার পর আজ দ্বিতীয় অস্ত্রোপচার করা হয়েছে। প্রথম অস্ত্রোপচারের প্রায় একবছর পর দ্বিতীয় সিজারে সফল হয়েছি। এ সফলতায় হাসপাতালের সকল ডাক্তার ও নার্সরা সহযোগিতা করেছেন। 

উল্লেখ্য, পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের জন-সাধারণের স্বাস্থ্যসেবাদানে ১৯৮২ সালে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। এরপর ৫০ শয্যায় উন্নীত হলেও বাড়েনি স্বাস্থ্য সেবার মান। 

টিএইচ