সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

একটি সংযোগ সেতু পালটে দিচ্ছে হাজারো মানুষের জীবনব্যবস্থা

রাঙ্গামাটি প্রতিনিধি

একটি সংযোগ সেতু পালটে দিচ্ছে হাজারো মানুষের জীবনব্যবস্থা

রাঙ্গামাটির কালিন্দীপুর-হ্যাচারি-সুখী নীলগঞ্জ এলাকায় কাপ্তাই হ্রদের ওপর নবনির্মিত সংযোগ সেতু পালটে দিচ্ছে রাঙ্গামাটি শহরের দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জীবনব্যবস্থা।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০১৬ সালে শুরু হওয়া ওই সংযোগ সেতুটির কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব সহসাই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

এক সময় নৌকা কিংবা বোট দিয়ে যাতায়াত করতে হতো শহরের ডিসি অফিস, বনরূপা, স্কুল-কলেজ এবং রাঙ্গামাটি মেডিকেল হাসপাতালে। অথবা ভেদভেদী দিয়ে ঘুরে মূল শহরে আসতে কমপক্ষে ৩০-৪০ মিনিট লাগলেও বর্তমানে নবনির্মিত সংযোগ সেতুর মাধ্যমে মাত্র ৮-১০ মিনিটেই মূল শহরে মানুষ যাতায়াত করতে পারছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত নতুন এই সেতুর মাধ্যমে যোগাযোগ, চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের যাতায়াতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেতুটির কাজ প্রায় শেষ পর্যায়ে বর্তমানে নির্মাণকাজের নিয়ম অনুযায়ী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও শুরু হয়েছে সাধারণ মানুষের যাতায়াত, চলছে ছোটখাট যানবাহন। এই সেতু নির্মিত হওয়ায় খুশি এলাকাবাসী। 

এলাকাবাসী প্রদীপ দেব নাথ বলেন, একসময় রাঙ্গামাটি শহরের আসামবস্তী, রাঙ্গাপানি, পুলিশ লাইনস সুখী নীলগঞ্জ, হ্যাচারি এলাকায় বসবাসরত হাজারো মানুষকে ভেদভেদী দিয়ে ঘুরে মূল শহরে আসতে কমপক্ষে ৩০-৪০ মিনিট লাগলেও বর্তমানে নবনির্মিত সংযোগ সেতুর মাধ্যমে মাত্র ৮-১০ মিনিটেই মূল শহরে আসতে পারছেন। দীর্ঘদিনের এমন কষ্ট দূর হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলছেন, বিভিন্ন কারণে ব্রিজটি এখনো সম্পূর্ণভাবে উন্মুক্ত করা না হলেও নিয়ম অনুযায়ী যোগাযোগের উপযোগী হলে খুব দ্রুতই তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করে দেয়া হবে।

টিএইচ