সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১
The Daily Post

একযুগ পর সড়ক সংস্কারে স্বস্তিতে এলাকাবাসী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

একযুগ পর সড়ক সংস্কারে স্বস্তিতে এলাকাবাসী

জামালপুরের সরিষাবাড়ীর দীর্ঘদিনের খানাখন্দে ভরা রাস্তাটি দীর্ঘ প্রায় এক যুগ পর সংস্কার হয়েছে। দীর্ঘদিন পর সড়কটির সংস্কার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গাবতলী বাজার হতে কুটুরিয়া টাওয়ার সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত ও পৌরসভার সীমানা নজরুল ইসলামের বাড়ি থেকে ফুলদহ গাবতলী বাজার পর্যন্ত সড়ক দুটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে ছিল সীমাহীন দুর্ভোগ।

এ রাস্তা দিয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর ভাটারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের উদ্যোগে সড়ক দুটি সংস্কার করা হয়েছে। এখন সংস্কার হওয়ার পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ভ্যানচালক আব্দুল জলিল বলেন, এ রাস্তা দিয়ে যাত্রী নিয়ে কখনও চলাফেরা করা যেত না। দীর্ঘদিন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেও এ সড়কে এক মুটো মাটিও ফেলেনি। 
ইউপি সদস্য হ্যাপী আক্তার বলেন, বিগত সময়ে এ রাস্তায় কোন কাজ করেনি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল। বতর্মান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমানের সহযোগিতায় এ রাস্তায় সংস্কার করে জনগণের কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা হল।

ভাটারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, এ সড়কটি দিয়ে কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী বারবার বললেও ওই চেয়ারম্যানের সময় সংস্কার হয়নি। এবার পরিষদের মেম্বারদের সঙ্গে নিয়ে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সড়কটি সংস্কার করা হল। এ সড়কটি সংস্কার করায় মানুষের মধ্যে উৎফুল্লতা লক্ষ্য করা গেছে।

টিএইচ