পবিত্র মাহে রমজানের প্রথম রমজানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। গত মঙ্গলবার খাগড়াছড়ি জেলার পূর্ব ইসলামপুর দারুলউলুম আলিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায়, খাগড়াছড়ি পুলিশ সুপারের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার বলেন, পূর্বের মতই অত্র প্রতিষ্ঠানের প্রতি যথাসাধ্য সাহায্যে ও সহযোগিতা করা হবে। এসময় পুলিশ সুপার মাদ্রাসার সকল এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে শুনেন।
তিনি এতিম শিক্ষার্থীদের থাকার স্থান ও খাবার পরিবেশ তদারকি করেন। পবিত্র রমজান মাসে অত্র মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন।
পরবর্তীতে তিনি এতিম শিক্ষার্থীদের সঙ্গে দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন এবং এতিম শিক্ষার্থীদের নিজ হাতে ইফতার বণ্টন করেন এবং তাদের সঙ্গে ইফতার করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জসীম উদ্দিন, সদর থানার ওসি মো. তানভীর হোসেন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং এতিম শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টিএইচ