বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

‘এদেশে ফ্যাসিস্টকে আর প্রত্যাবর্তনের সুযোগ দেয়া হবে না’

সুনামগঞ্জ প্রতিনিধি

‘এদেশে ফ্যাসিস্টকে আর প্রত্যাবর্তনের সুযোগ দেয়া হবে না’

এদেশে এখনো ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসরকে প্রত্যাবর্তন করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টকে রুখে দিবে। এদেশে ফ্যাসিস্টকে আর প্রত্যাবর্তনের সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।

গত রোববার তাহিরপুর উপজেলার খেলার মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ববতী আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সমৃদ্ধি কামনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাকাব উদ্দিনের সভাপতিত্ব ও যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় ইফতার পূর্ববতী সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ।

টিএইচ