এদেশে এখনো ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসরকে প্রত্যাবর্তন করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টকে রুখে দিবে। এদেশে ফ্যাসিস্টকে আর প্রত্যাবর্তনের সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।
গত রোববার তাহিরপুর উপজেলার খেলার মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ববতী আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সমৃদ্ধি কামনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাকাব উদ্দিনের সভাপতিত্ব ও যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় ইফতার পূর্ববতী সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ।
টিএইচ