বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

এমপির সঙ্গে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের মতবিনিময়

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  

এমপির সঙ্গে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের মতবিনিময়

কুড়িগ্রাম-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকারের সঙ্গে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মতবিনিময় সভার আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এমপি বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকার তার বক্তব্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। 

সকল দপ্তরের কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেয়ার দিকনির্দেশনা দেন। সবাইকে সঙ্গে নিয়ে ফুলবাড়ীসহ এ অঞ্চলের সকল সেক্টরে সার্বিক উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা, ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আতাউর রহমান শেখ প্রমুখ। 

মতবিনিময় সভায় সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

টিএইচ