রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ওসমানীনগরে নব নিযুক্ত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সংবর্ধিত

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

ওসমানীনগরে নব নিযুক্ত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সংবর্ধিত

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের নব নিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদকে কাদিপুর যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

গত সোমবার রাতে উপজেলার কাদিপুর গ্রামে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। যুব নেতা দিদারুল আলমের সভাপতিত্বে ও জামাল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুব সমাজের সিনিয়র সদস্য শামীম আহমদ, জামাল মিয়া, এস কে মুমিন, সাজু আহমদ, পাশা, আলী হাসান, সমীরণ, মালেক, বুলবুল আহমদ, ফজলু মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক কর্মস্থলে ছুটি না নিয়ে অনুপস্থিত থাকেন। এতে ইউনিয়নের জনসাধারণের সেবা বিঘ্নিত হয়। 

সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা গত ২৭ আগস্ট এক বিশেষ সভায় ইউনিয়নের সেবা চলমান এবং পরিষদ পরিচালনা করার জন্য প্যানেল চেয়ারম্যান মো. কবির আহমদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ক্ষমতা অর্পণ করা হয়।

টিএইচ