সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কক্সবাজার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

সীমান্তবর্তী উখিয়া ও নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে আসামিবিহীন ৭৫ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) ৩৪ বিজিবির উখিয়া বালুখালী,  পালংখালী এবং নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়ী বিওপি পৃথক এই অভিযান পরিচালনা করে।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টির জানিয়েছেন  ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। তিনি জানান, সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এইসময় কাউকে আটক করা যায় নি।

তিনি আরো জানান, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির অভিযানিক কর্মকান্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

টিএইচ