শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কক্সবাজারে পুলিশ কনস্টেবল পদে ৫৮ জনের চাকরি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পুলিশ কনস্টেবল পদে ৫৮ জনের চাকরি

কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৫৮ জনকে চূড়ান্ত করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে কনস্টেবল নিয়োগের ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুলু ইসলাম।

এসময় পুলিশ সুপার চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান।

জানা যায়, শারীরিক উপযুক্ততা প্রমাণে ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট শেষে ৪৯৮ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তন্মধ্যে চূড়ান্তভাবে ৫৮ জনকে (পুরুষ ৫২ জন ও নারী ০৬ জন) মনোনীত করে কক্সবাজার জেলা টিআরসি-২০২৪ নিয়োগ বোর্ড।

চূড়ান্তভাবে উত্তীর্ণ সদস্যরা অশ্রুসিক্ত কণ্ঠে তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আমরা আনন্দিত। আজ আমরা এতটাই খুশি যে ভাষায় প্রকাশ করা সম্ভব না।

নিয়োগ বোর্ডের সদস্য বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আবদুল করিম, রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ, বিপিএম,পিপিএম, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রফিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যর উপস্থিত ছিলেন।

টিএইচ