বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলিবিদ্ধ ৬ আহত ১৭

কামরুল হাসান মিনার, কক্সবাজার

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলিবিদ্ধ ৬ আহত ১৭

জমি বিরোধকে কেন্দ্র করে কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়ার সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নারীসহ ৬ জন গুলিবিদ্ধ ও ১৭ জনের অধিক আহত হয়েছে। হামলাকারীরা এই সময় একটি বাড়ি পুড়িয়ে দেয় ও কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়।

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীদের কয়েকজন অস্ত্র নিয়ে প্রকাশ্যে গুলি করছে। তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহড়ায় ছিলেন ৩০ থেকে ৪০ জন।

২৪ মার্চ সোমবার সকাল ৮টায় পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়ার রুপালি বাজারের পাশে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় , হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত।

ভুক্তভোগী পরিবারের সদস্য মিনহাজ উদ্দিন মিনারের দাবি, ৫ আগস্টের পর থেকে স্থানীয় মৃত আলী হোসেনের মালিকানাধীন এক একর জমি দখলে নিতে পাঁয়তারা করছিলো পার্শ্ববর্তী মালেক পাড়া এলাকার আনোয়ার হোসেন, এজহারুল ও আসাদ উল্লা্হ।

এর জেরে, সোমবার সকালে ফরহাদ ইকবাল, নবাব শরীফ, সাইফুল ও নেওয়াজের নেতৃত্বে ভুক্তভোগী পরিবারের উপর অতর্কিত হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে উভয় পক্ষের মাঝে ঘণ্টাব্যাপী ধাওয়া পালটার ঘটনা ঘটে।

ঘটনায় আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় এবং ৩জনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল মোস্তফা জানান, জমি বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পাওয়ায় পর অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করছেন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

টিএইচ