শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন হয়েছে। দিবসটি এই বছর ১০ বছর পূর্ণ করে। গত মঙ্গলবার একটি তারকামানের হোটেলের বলরুমে নিরাপদ মাসিক ব্যবস্থাপনার ওপর কিশোর-কিশোরী, অভিভাবক, শিক্ষক এবং অন্য সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিসেফের ওয়াশ অফিসার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. কনিনিকা দস্তিদার, ইউনিসেফের ওয়াস ম্যানেজার মুছা দ্রামেহ, ইউনিসেফের ওয়াশ স্পেশালিস্ট জাহিদুল মামুন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. সুকন্যা প্রীতি প্রমুখ।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ, বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, আইডিই বাংলাদেশ, হাইসাওয়া, ওয়ার্ল্ড ভিশন, অক্সফাম, ভার্ক, এনজিও ফোরামের যৌথ উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়।

টিএইচ