সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কচুরিপানার কারণে গাজনার বিলে ধান আবাদ ব্যাহত

সুজানগর (পাবনা) প্রতিনিধি

কচুরিপানার কারণে গাজনার বিলে ধান আবাদ ব্যাহত

পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে কচুরিপানার কারণে চলতি মৌসুমে ইরি ধান আবাদ ব্যাহত হচ্ছে। এতে ধান চাষীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গাজনার বিল শুকিয়ে যাওয়ায় সমভূমির পাশাপাশি বিলেও ব্যাপকভাবে ইরি ধান আবাদ করা হয়। 

কিন্তু বিল জুড়ে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকার কারণে ধান আবাদ বেশ ব্যাহত হচ্ছে। উপজেলার শারীরভিটা গ্রামের কৃষক আলহাজ আলী খান বলেন, গাজনার বিলে জুড়ে শুধু কচুরিপানা আর কচুরিপানা। বর্ষা মৌসুমে কচুরিপানা অপসারণ না করায় চলতি শুষ্ক মৌসুমে বিলের শত শত বিঘা আবাদি জমি কচুরিপানায় ঢাকা পড়েছে। 

বিলপাড়ের ২/৪ জন কৃষক চড়া দামে শ্রমিক নিয়ে কচুরিপানা পরিষ্কার করে কিছু কিছু জমিতে ধান আবাদ করতে পারলেও বেশিরভাগ জমিতে আবাদ ব্যাহত হচ্ছে। 

বিলপাড়ের বোনকোলা গ্রামের কৃষক তায়জাল হোসেন বলেন, পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করেও কচুরিপানা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক কৃষক তাদের জমিতে ধান আবাদ করতে পারছেন না। ২/৪জন কৃষক অনেক কষ্টে কচুরিপানা জমির পাশে স্তূপ করে সামান্য কিছু জমিতে ধান আবাদ করলেও বেশিরভাগ জমিতে আবাদ ব্যাহত হচ্ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, কচুরিপানার কারণে বিলের অনেক জমিতে ধান আবাদ করা সম্ভব হচ্ছে না। এতে এ বছর বিলের জমিতে ধান আবাদ কম হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, আমি সবেমাত্র এ উপজেলায় যোগদান করেছি। কিন্তু তারপরও খোঁজ-খবর নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিল থেকে কচুরিপানা অপসারণের ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ