রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কটিয়াদিতে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

কিশোরগঞ্জ ও কটিয়াদি প্রতিনিধি

কটিয়াদিতে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার আচমতা ইউনিয়নে চারিপাড়া এলাকায় কটিয়াদি উপজেলা কৃষকলীগের উদ্যোগে রোববার (১৪ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কিশোরগঞ্জ- ২ আসনের এমপি অ্যাড. সোহরাব উদ্দিন। এসময় তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে আমরা ১৫৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলাম। তখন অনেকেই বলতো বিনাভোটে এমপি হইসে।

তিনি আরও বলেন, আ.লীগের অনেক সংগঠন বয়সের ভারে নতজানু। অনেক সংগঠনের সম্মেলন নেই। যার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। যারা দল করতে চায় না তাদের রেখে সংগঠনকে দুর্বল করে লাভ নেই।

এবারের নির্বাচন ব্যাতিক্রমধর্মী নির্বাচন ছিলো। শেখ হাসিনার জন্য চ্যালেঞ্জ ছিলো। আমি এর আগেও ২ বার নৌকা পাই নাই। তাই নির্বাচন করি নাই। এবার নেত্রী সুযোগ দেয়ায় আমি নির্বাচন করেছি। আমারে জনগণ যা দিসে তা আইঞ্জা দিয়া ধইরা আমি কটিয়াদি-পাকুন্দিয়া পইরা থাকবাম। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়ন করে যেতে চাই।

জেলা কৃষকলীগের সহ-সভাপতি নেছার উদ্দিন খানের সভাপতিত্বে ও কটিয়াদি উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদি উপজেলা চেয়ারম্যান মঈনুজ্জামান অপু, ভাইসচেয়ারম্যান বদরুল আলম নাইম, কটিয়াদি পৌর মেয়র শওকত ওসমান শুক্কুর আলী, কটিয়াদি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সারোয়ারুজ্জামান।

এ সময় কর্মসূচিতে শতাধিক বৃক্ষরোপণ করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়। এ সময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

টিএইচ