রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কটিয়াদিতে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কটিয়াদিতে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদিতে ধানক্ষেত থেকে স্মৃতি (২২) নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতাকল কটিয়াদি উপজেলার হালুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূ কটিয়াদি পৌর এলাকার হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে ও কটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়নের প্রবাসী আমিনের স্ত্রী।

জানা যায়, গৃহবধূ স্মৃতির স্বামী আমিন প্রবাসে থাকে। তাই গৃহবধূ তার বাবার বাড়ি হালুয়া পাড়াতে থাকতো।

গত বৃহস্পতিবার রাতে গৃহবধূর স্বামীর সঙ্গে তার সবশেষ কথা হয়। তার স্বামী তাকে ১০ হাজার টাকা পাঠিয়ে বলে স্বামীর বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি মসূয়াতে চলে যাওয়ার জন্য। এরপর রাতে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

পরে শুক্রবার (১২ জুলাই) সকালে কটিয়াদি উপজেলার হালুয়াপাড়া এলাকায় একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, শুক্রবার (১২ জুলাই) স্থানীয়রা সংবাদ দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। মরদেহ কুকুর বা শেয়াল কামড়ে খাওয়ার চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ পোস্টমর্টেমের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছেও বলেও জানান তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ