শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

কটিয়াদির পাচঁলিপাড়ায় পানিবন্দী শতাধিক পরিবার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কটিয়াদির পাচঁলিপাড়ায় পানিবন্দী শতাধিক পরিবার

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের পাচলিপাড়া গ্রামে পানিবন্দি হয়ে আছে শতাধিক পরিবার। গত কিছুদিনের বৃষ্টিপাতে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। বৃষ্টির পানি নদী বেয়ে চলে আসে কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামে। এর মধ্যে পাচলিপাড়া অন্যতম। 

এ গ্রামের কয়েকশ পরিবারের চলাচলের প্রধান সড়কটি পানিতে তলিয়ে যায়। সড়ক থেকে শতাধিক পরিবারের চলাচলের রাস্তাটি পানিতে ডুবে আছে প্রায় মাস খানেক যাবত। এতে দুর্ভোগে পরেছে অসংখ্য মানুষ। বাধ্য হয়ে অন্যের বাড়ি উঠোন বা রান্না ঘরের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। 

পানিবন্দি স্থানীয়রা জানান, আমাদের বাড়ির সামনের চলাচলের রাস্তাটি পানিতে ডুবে যাওয়ায় আমরা খুব কস্টে অন্যের বাড়ির উঠান ও রান্না ঘরের উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে। যা সত্যি খুব কস্টকর। 

পানি নিষ্কাশনের যদি কোন ব্যবস্থা করা হতো তাহলে আমরা এ অবস্থা থেকে মুক্তি পেতাম।

এ বিষয়ে করগাঁও ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা বলেন, আমি পাচলিপাড়া গ্রামের পানিবন্দি এলাকার সার্বিক খোজ খবর রাখছি। তবে পানি নামার জায়গা না থাকায় পানি কমছে না। তাই পানি আটকে আছে।

টিএইচ