কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৩নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. নাদিম কর্তৃক ভিজিএফের চাল আত্মসাৎ এবং সাধারণ জনগণ তার প্রতিবাদ করায় তাদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। সোমবার (১৭ মার্চ) উপজেলার ৩নং করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে করগাঁও বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ভিজিএফ চাল বিতরণে প্রতিজনকে ১০ কেজি চাল বরাদ্দের কথা থাকলেও সেখানে ৮ কেজি করে দেয়া হয়েছে। আমরা ইউনিয়নবাসী তার প্রতিবাদ করলে আমাদের উপর অতর্কিতভাবে আ.লীগের দোসর চেয়ারম্যান ও তার সহযোগী লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। সে একজন আ.লীগ নেতা।
আ.লীগের আমল থেকেই সে ইউনিয়ন পরিষদকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। আমরা ইউনিয়নবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলার বিএনপির সদস্য ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ খ ম সিদ্দিক দুলাল, কটিয়াদী উপজেলার বিএনপির সহ-সভাপতি ও করগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ, করগাঁও ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান ভূইয়া, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: লাল মিয়া, ইউনিয়ন বিএনপির কৃষক দলের আহ্বায়ক মফিজ উদ্দিন প্রমুখ।
টিএইচ